গাজায় ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েল-হামাসের আলোচনা

গাজায় ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েল-হামাসের আলোচনা
গাজায় ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েল-হামাসের আলোচনা
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১২ জন গাজা সিটির একটি স্কুলে হামলায় নিহত হয়েছে। এছাড়া দেইর এল বালাহ শহরের একটি মার্কেটে হামলার ঘটনায় আরও ৯ জন নিহত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল এবং হামাসের মধ্যকার এই চুক্তির বিষয়টি নিশ্চিত না করেই তিনি মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। এদিকে ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা জানিয়েছে, ছয় ইসরায়েলি বন্দীর মরদেহ মঙ্গলবার গাজা থেকে উদ্ধার করা হয়েছে। সম্ভবত খান ইউনিসে ইসরায়েলি সামরিক হামলার সময় একটি টানেলে গ্যাস লিক থেকে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন নেতানিয়াহু। এরপরেই হামাসকেও তা মেনে নেওয়ার অনুরোধ জানান তিনি। সোমবার (১৯ আগস্ট) তেল আবিবে অবস্থানকালে ব্লিঙ্কেন বলেন, "নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। সেখানে নেয়ানিয়াহু তাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়…

একটি মন্তব্য পোস্ট করুন