গাইবান্ধায় ছাত্র আন্দোলনে সঞ্জু মিয়ার চোখের রাবার বুলেট: জীবনসংশয়ী অবস্থা
‘তোমাকে দেখার মতো আর চোখ নেই, তবু গভীর বিস্ময়ে আমি টের পাই আজ নতুন বাংলাদেশের স্বাদ।’ —এমন অভিব্যক্তিই যেন ঠিকরে বের হচ্ছিল বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে চোখ হারানোর শঙ্কায় কাতর সঞ্জু মিয়ার মুখচ্ছবি থেকে। স্বৈরশাসক ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের সাধারণ মানুষ প্রাণ খুলে মুক্ত বাতাস আর দুচোখ দিয়ে নতুন বাংলাদেশকে দেখছেন। কিন্তু ঠিক একই সময়ে চোখ হারানোর শঙ্কা ও সারা শরীরে বুলেটের ক্ষত নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন সঞ্জু মিয়া। সারা দেশের ছাত্র-জনতার মিছিলে যখন গুলি চলছিল, তখন বিবেকের তাড়নায় রাস্তায় নেমেছিলেন গাইবান্ধা সদরের খোলাহাটি ইউনিয়নের সঞ্জু মিয়া (২৬)। উপজেলার মিয়াপাড়ার বাসিন্দা মো. ইয়াসিন মিয়ার ৩ সন্তানের মধ্যে বড় সঞ্জু ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। সংসারের হাল ধরার জন্য শহরের একটি ওয়ার্কশপে কাজ করে পরিবারকে সাহায্য করতেন তিনি। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশের মানুষ সম্ভাবনার নতুন সূর্য দেখলেও তাঁর জীবনে নেমে এসেছে এক ভয়াবহ অন্ধকার। সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা শহরের প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিচ্ছেন সঞ্জু। বাম চোখের ভেতরটা লাল হয়ে আছে। …