বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী আট বছর কারাগারে কাটানোর পর আজ (মঙ্গলবার) জামিনে মুক্তি পেয়েছেন। সকাল ১০টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে জানান, আসলাম চৌধুরীর সর্বশেষ জামিননামা কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।
আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে মোট ৭৬টি মামলা ছিল, এর মধ্যে ৭৫টি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। আজ জামিনে মুক্তি পেয়েছেন সর্বশেষ মামলায়।
মুক্তির খবরে বিএনপির শত শত নেতা-কর্মী বৃষ্টির মধ্যেও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন। আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পর নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং ট্রাক মিছিল করে সীতাকুণ্ডের উদ্দেশে রওনা হন।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে রিমান্ডে নেওয়া হয় এবং রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। তবে আসলাম চৌধুরীর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে, এর মধ্যে ২০১৩ সালের মামলায় আজ তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
আসলাম চৌধুরীর আইনজীবীর দাবি, ২০১৩ সালের মামলায় তাঁর নাম ছিল না এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।