এক হাজার টাকার নোট বাতিলের গুজব: বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি ও অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া

এক হাজার টাকার নোট বাতিলের গুজব: বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি ও অর্থ উপদেষ্টার প্রতিক্রিয়া
এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে বলে গুঞ্জন শুরু হয়েছে। ইতোমধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

সামাজিক যোগাযোগমাধ্যমে এক হাজার টাকার নোট বাতিলের গুজব ছড়িয়ে পড়ার পর, বাংলাদেশ ব্যাংক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছে। মঙ্গলবার (২০ আগস্ট) এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, “এটা (এক হাজার টাকার নোট) যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।”

ড. সালেহ উদ্দিন আহমেদ আরও জানান, নোট বাতিলের বিষয়টি নিয়ে মূল দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, এবং তারা ইতিমধ্যেই এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে যে, এক হাজার টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই। চীন ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই প্রতিক্রিয়া জানান।

এসময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীও উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্যের মাধ্যমে এই গুজবের অবসান ঘটেছে, এবং এক হাজার টাকার নোট স্বাভাবিকভাবে চলমান থাকবে।

Post a Comment