পোস্টগুলি

যমুনার ওপর নির্মিত রেলসেতুর নাম বদলে যাচ্ছে

যমুনার ওপর নির্মিত রেলসেতুর নাম বদলে যাচ্ছে
বিশেষ প্রতিবেদক যমুনা নদীর উপর ডাবল লাইনের ডুয়েল গেজ রেলওয়ে সেতুর উপর ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে এ সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। তবে উদ্বোধনের আগেই সেতুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, উদ্বোধনের আগেই এটির (যমুনা সেতু) নাম পরিবর্তন করা হবে। তবে নাম এখনও চূড়ান্ত করা হয়নি। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান। তিনি বলেন, এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৬ শতাংশ। আর নির্মাণকাজের অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ। আগামী ডিসেম্বর নাগাদ আমরা ট্রেন চলাচলের সব কাজ সম্পন্ন করতে পারবো। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই এ সেতু রেল চলাচলের জন্য উন্মুক্ত করতে চাই।  এদিকে জানুয়ারিতে সেতুতে রেল চলাচল শুরু হলেও, একটি ডিজিটাল কম্পিউটার-ভিত্তিক সিগনালিং ব্যবস্থা স্থাপনের কাজ এপ্রিল পর্যন্ত চলতে পারে। মাসুদুর রহমান বলেন, ডিজিটাল কম্পিউটার-বেজড সিগন্যাল ইনস্টল করতে এপ্রিল প…

একটি মন্তব্য পোস্ট করুন